মহাসমারোহে পালিত হলো অন্নকূট উৎসব

অয়ন মজুমদার(কৈলাশহর) প্রতি বছরের ন্যায় এবছরও রাজধানীর জগন্নাথ বাড়িতে মহাসমারোহে পালিত হলো অন্নকূট উৎসব। অন্নকূট উৎসবকে অনেকে আবার গোবর্ধন পূজাও বলে থাকে। ৫৬ রকমের বিভিন্ন সবজি দিয়ে ভোগ রান্না করা হয়। যা ৫৬ ভোগ নামেও পরিচিত।

রাজধানীর জগন্নাথ বাড়ির পাশাপাশি কৈলাশহর মহকুমায় কাচেরঘাট এলাকায় শ্রী শ্রী রাধা মুরলীধর সেবাশ্রমে মহাসমারোহে পালিত হলো অন্নকূট মহোৎসব । ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত রাধামুরলীধর সেবাশ্রমে ৩১ তম অন্নকূট উৎসব পালিত হলো এইবছর।হাজার হাজার ধর্মপ্রান মানুষ এই উৎসবে যোগদান করেন।

error: Content is protected !!