ভবিষ্যতের কন্যাশ্রী কন্যা আজ…………………

সাবানুল মাজহার (বীরভূম) সিউড়ি রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশে থাকা আগাছার ভেতর থেকে উদ্ধার হলো এক সদ্যোজাত শিশু কন্যা । জি আর পি ও আর পি এফ এর সহায়তায় কোনোক্রমে প্রাণে বাঁচল ভবিষ্যতের কন্যাশ্রী কন্যা।

সময়টা ঠিক বিকেল তিনটে , রুটিনমাফিক রেললাইনে চেকআপ করছিলেন রেলকর্মীরা । পাশেই থাকা একজন সিভিক ভলেন্টিয়ার সিউড়ি স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশে আগাছার মধ্যে থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। সামনে গিয়ে দেখে ঝোপের মধ্যে পড়ে আছে সদ্যোজাত শিশু কন্যা। শিশু কন্যাকে উদ্ধার করে নিয়ে আসে সিউড়ি রেল স্টেশনে। খবর দেওয়া হয় আর পি এফ ও জিআরপিকে।রেল কর্মীরা দেখে তখনও প্রাণ আছে, মৃদুস্বরে কাঁদছে শিশু কন্যাটি । কোন রকম সময় ব্যয় না করে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একটি টোটোই চাপিয়ে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসে শিশুকন্যাকে। ভর্তি করা হয় সদর হাসপাতালে। বর্তমানে আইসিউতে রয়েছে বাচ্চাটি, যদিও এখনো তার পরিচয় জানা যায়নি। হাসপাতাল সুপার জানিয়েছেন বাচ্চাটি সুস্থ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here