ব্যবসায়ীকে লক্ষ করে শ্যুটআউট হরিশ্চন্দ্রপুরে

হক জাফর ইমাম(মালদা)- দমদমপার্ক,টিটাগড়ের পর এবার মালদার হরিশচন্দ্রপুর। ব্যবসায়ীকে লক্ষ করে শ্যুটআউট এর ঘটনা ঘটলো হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকায়। গুরুতর আহত অবস্থায় আহত ব্যবসায়ীকে একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ীর নাম জুয়েল শেখ (৩২)। তার বাড়ি রতুয়া থানা এলাকায়। পেশায় তিনি জুতোর ব্যবসায়ি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে মালদা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷

ঘটনার বিবরনে জানা গেছে, মঙ্গলবার রাতে কুশিদা হাটে ব্যবসার কাজে গিয়েছিলেন তিনি ৷ সেখান থেকে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। কালীপুজো থাকায় হাট থেকে টাকা আদায় করে বাড়ি ফিরতে একটু রাত হয়ে যায় জুয়েলের৷ রাত ৯টা নাগাদ হাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি৷ কিন্তু কিছু দূরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ গুলির শব্দে গ্রামবাসীরা ঘটনাস্থলের দিকে ছুটে গেলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়৷যদিও ওই ব্যাক্তির কাছে থাকা সমস্ত টাকা পয়সা নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা৷ ঘটনার পর গ্রামবাসীরাই আহত জুয়েল শেখকে স্থানীয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার করে দেওয়া হয় ৷ যদিও বাড়ির লোকজন তাঁকে মালদা শহরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করেন ৷ ঘটনায় আহত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মালদা হরিশচন্দ্রপুর থানার পুলিশ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here