বৈঠকের মধ্যেই প্রবেশ! তারপর যা করলেন তা সত্যি আশ্চর্য..

হক জাফর ইমাম(মালদা) পঞ্চায়েত অফিসে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদা ইংলিশবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ওই যুবক এদিন পঞ্চায়েতের একটি বৈঠক চলাকালীন মিটিং হলে ঢুকে পড়ে। বর্তমানে ওই পঞ্চায়েতের বোর্ড তৃণমূল কংগ্রেসের দখলে আছে । অভিযোগ, সে ভেতরে ঢুকেই তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের কাজকর্ম নিয়ে ক্ষোভ জানিয়ে চেয়ার টেবিল ভাঙচুর শুরু করে। পাশাপাশি মিটিং হলে গিয়ে পদাধিকারীদের আক্রমণ করে। এক মহিলা সদস্যকে হেনস্তা করে । পঞ্চায়েতের কর্মীরা ওই যুবককে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায় । গোটা ঘটনায় পঞ্চায়েত অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ওই যুবকের নামে পঞ্চায়েতের প্রধান থানায় অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের গ্রামীণ ব্লক কার্যকরী সভাপতি শুভদীপ সান্যাল বলেন, ওই যুবক বিজেপি’র সমর্থক। পরিকল্পিতভাবে বৈঠক ভেস্তে দেওয়ার জন্য সে এদিন হামলা করে। এর আগে একাধিক ঘটনায় তাকে হিংসার আশ্রয় নিতে দেখা গিয়েছে। বিজেপি’র জেলা নেতা অজয় গঙ্গোপাধ্যায় বলেন, সবেতেই তৃণমূল বিজেপি জুজু দেখছে। আসলে দলের মধ্যে ক্ষোভবিক্ষোভ সামাল দিতে পারছে না। সেসব ঢাকতেই বিজেপির ঘাড়ে সবকিছুর দায় চাপানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here