বিয়ের পর প্রথম সিঁদুর খেলায় মাতলেন টলি সুন্দরী

ছবি রাজ চক্রবর্তীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত

কলকাতাঃ দশমীর সকালে এক অন্য সাজে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী । রাজ ও শুভশ্রীর বিয়ের পর এবার তাদের প্রথম পুজো । সেই পুজোর আনন্দে মাতোয়ারা এখন দুজনেই । বিয়ের পর প্রথমবার সকলের সাথে সিঁদুর খেলায় মেতে উঠলেন অভিনেত্রী । সাদা লাল পাড় দেওয়া শাড়ি পড়ে মাতলেন সিঁদুর খেলায়। সিঁদুর খেলার আগে পান পাতা দিয়ে বরন করে নিলেন মা দুর্গাকে। তারপর অন্য মহিলাদের সঙ্গে মাতলেন সিঁদুর খেলায়। একে অপরকে রাঙিয়ে দিলেন সিঁদুরে । সিঁদুর খেলার পর বিসর্জনে ঢাকের তালে তালে রাজের সঙ্গে কোমর দোলালেন শুভশ্রী। সাদা পাঞ্জাবী আর ধুতিতে আজ একেবারে অন্যরকম লাগছিলো রাজ চক্রবর্তীকে। রাজ হোক বা শুভশ্রী কেউ কম জাননা। পুরো রাস্তা দুজনেই ঢাকের বোলে নেচে উঠলেন। তাদের যোগ্য সঙ্গত দিলেন অন্যরা। আর সেই সমস্ত ছবি রাজ তাঁর ফেসবুক পেজে শেয়ার করলেন ভক্তদের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here