বিস্ফোরণে কাঁপল কেষ্টর এলাকা

সাবানুল মাজহার (বীরভূম) সোমবার সকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূম জেলার সিউড়ি । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে  সিউড়ি থানায় কেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত গোস্বামী পাড়ায়। আহত ব্যক্তির নাম শেখ জিয়াউল(৩৫)। গুরুতর আহত অবস্থায় শেখ জিয়াউলকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিউড়ি কেন্দুয়া গ্রামবাসী​ পঞ্চায়েতের অন্তর্গত গোস্বামী পাড়া পুকুর পাড়ে  সকালে শেখ জিয়াউল প্রাতঃ কর্মের উদ্দেশ্যে গেছিল । এমন সময় পুকুর পাড় থেকে বোমার আওয়াজ শুনতে পায় গ্রামবাসীরা । বোমার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পায়, ওই ব্যাক্তি গুরুতর আহত অবস্থায় পুকুর পাড়ে পড়ে রয়েছে । স্থানীয় বাসিন্দারা জিয়াউলকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই পুকুর পাড়ে বোমা মজুদ করে রাখা ছিল। সেই বোমা ফেটে গুরুতর আহত হয়েছেন তিনি। কিভাবে ঘটনাটি ঘটল তার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here