বিভিন্ন কর্মসূচী নির্ধারণ করতে বৈঠকে সিপাহীজলা ও-বি-সি মোর্চা

আশিস মিয়াঁ(সিপাহীজলা) বিধানসভা ভোট এখন অতীত। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনে যে মার্জিন ছিলো তার থেকে আরও বেশী মার্জিনে এবারের নির্বাচনে জিততে চাইছে তারা। আসন্ন লোকসভা নির্বাচন সহ আগামীদিনে দলের বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করতে সিপাহীজলা জেলা ভিত্তিক ও-বি-সি মোর্চার কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। সেকেরকোট দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের কমিউনিটি হলে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ও-বি-সি মোর্চার রাজ্য সভাপতি প্রফুল্ল দেবনাথ, রাজ্য সাধারন সম্পাদিকা বীণাপাণি দেবনাথ সহ অনান্য আধিকারিকরা। বিভিন্ন মন্ডল থেকে শুরু করে জেলার কি কি কাজ করা হয়েছে,আগামীদিনে কি কি কার্যক্রম তারা পালন করবে তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন  ও-বি-সি মোর্চার রাজ্য সাধারন সম্পাদিকা বীণাপাণি দেবনাথ। আজকের এই বৈঠকে মোট ১০১ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here