রঙ রহস্য উন্মোচন

আগরতলাঃশনিবার সারাদিন স্যোশাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছিলো  ১০০ বছরের পুরোনো রাজধানী আগরতলার দুর্গাবাড়িতে সাদা রঙের পরিবর্তে গেরুয়া রঙের প্রলেপ পড়েছে। যা নিয়ে তোলপাড় হয়েছিলো স্যোশাল মিডিয়া। শুরু হয়েছিলো তর্ক-বিতর্ক। এও জানা গেছে বেশ কয়েকবার রঙের পরিবর্তন করা হয়েছিলো দুর্গাবাড়িতে। ২০১৪ সালেও একবার দুর্গাবাড়ির রঙ পরিবর্তন করে হলুদ রঙ করা হয়েছিলো।

কিন্তু এবার সাদা রঙের পরিবর্তে গেরুয়া রঙ করা নিয়ে উত্তাল হয়ে পড়ে স্যোশাল মিডিয়া । শুরু হয় বিতর্ক।  নিন্দুকেরা  বলতে শুরু করে যে রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর সব কিছুতেই তাঁরা গেরুায়করন করতে চাইছে। আর সেই জন্যই ১০০ বছরের পুরোনো দুর্গাবাড়ির রঙও পরিবর্তন করতে চাইছেন তাঁরা । যদিও রবিবার সকাল হতে দুর্গাবাড়িতে দেখা গেছে এক অন্য চিত্র। গেরুয়া নয় সাদা রঙে সেজে উঠছে দুর্গাবাড়ি । অর্থাৎ এর থেকে স্পষ্ট যে পরিবর্তনের রঙে নয় পুরোনো রঙেই সাজছে রাজধানীর ১০০ বছরের পুরোনো স্থাপত্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here