বাঘের ঘরেই বাঘের হানা, এলো নতুন অধিকর্তা

কলকাতাঃ সিবিআইয়ের ঘরে সিবিআই হানা এখন দেশজুড়ে সবথেকে বেশী আলোচিত  বিষয় । তার মধ্যেই ছুটিতে পাঠানো হয়েছে প্রাক্তন সিবিআই প্রধান অলোক ভার্মা ও রাকেশ আস্থানাকে। আলোক ভার্মার জায়গায় সিবিআইয়ের নতুন ভারপ্রাপ্ত অধিকর্তা হিসাবে নিয়োগ করা হলো এম নাগেশ্বর রাওকে ।  সিবিআইয়ের নতুন ভারপ্রাপ্ত আধিকারিক নাগেশ্বর রাও ওডিশা ক্যাডারের ১৯৮৬ সালের আইপিএস ব্যাচ । ২০১৫ সালে সিবিআইয়ে যোগ দেন তিনি। চেন্নাইয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জয়েন্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন । এর দু বছর পর তাঁকে দিল্লিতে বদলি করে দেওয়া হয়। তিনি ওডিশার বিভিন্ন জেলায় এসপি পদেও কাজ করেছেন ।  বর্তমানে তিনি  সিবিআই অধিকর্তার দায়িত্ব সামলাবেন । এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টার রাকেশ আস্থানার বিরুদ্ধে  এফআইআর করা হয়েছে । এই ঘটনার পরেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন আস্থানা। আদালতের নির্দেশে আগামী সোমবার পর্যন্ত গ্রেফতার করা যাবেনা আস্থানাকে। ওইদিন প্রাক্তন সিবিআই প্রধান অলোক ভার্মাকে জবাবদিহি করতে হবে বলে আদালত জানিয়েছে। এই ঘটনার পরেই সরিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন সিবিআই প্রধান অলোক ভার্মা ও রাকেশ আস্থানাকে। আলোক ভার্মার জায়গায়  নতুন ভারপ্রাপ্ত অধিকর্তা হিসাবে আসলেন এম নাগেশ্বর রাও।

error: Content is protected !!