ফের একবার সারা বিশ্বকে চমক দিলো চিন

চিনঃ কাজ শুরু হয়েছিলো ২০০৯ সালে তারপর মাঝে কেটে গেছে নয়-নয়টি বছর । ২০০৯ সালে শুরু হওয়া বিশ্বের সবথেকে বড় সেতু হংকং-বুহাই-ম্যাকাও ব্রিজের উদ্বোধন হলো বুধবার। চিনের  প্রেসিডেন্ট জি জিংপিং এর হাত ধরে উদ্বোধন হলো বিশ্বের সব থেকে বড় সেতুর।  এই সেতুর সঙ্গে যুক্ত রয়েছে চারটি টানেল ও চারটি কৃত্রিম দ্বীপ।  ইংল্যান্ড, আমেরিকা, ডেনমার্ক, সুইজারল্যান্ড, জাপান ও নেদারল্যান্ড থেকে ইঞ্জিনিয়াররা এসে তৈরি করেছেন এই সেতু । সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, প্রতিদিন এই সেতু দিয়ে প্রায় ৪০হাজার গাড়ি যাতায়াত করবে। সেখানকার সংবাদ মাধ্যমের থেকে আরও জানা গেছে বিশ্বের সব থেকে বড় সেতুর উদ্বোধন হলেও হংকং এর মানুষের মধ্যে তেমন কোন উৎসাহ চোখে পড়েনি। এই সেতু তৈরি করতে প্রায় কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে। এবং ৬০টা আইফেল টাওয়ার বানাতে যে পরিমাণ স্টিল দরকার হবে, তার থেকেও বেশি স্টিল দিয়ে বানানো হয়েছে এই সেতু। পাশাপাশি আরও জানা গেছে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৮ হলেও সেতুটির কোন ক্ষতি হবেনা।

error: Content is protected !!