বাইখোড়ায় বাইক দুর্ঘটনা প্রান কাড়লো ১ জনের

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) পুজোর দিনগুলিতে বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে রাজ্যে প্রান হারিয়েছেন বেশ কয়েকজন । পুজোর রাতে রাজধানী আগরতলা সহ বিভিন্ন মহকুমা গুলোতে কোথাও না কোথাও  দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আর বেশীরভাগ ক্ষেত্রেই প্রকাশ্যে এসেছে বাইক দুর্ঘটনার।  দশমীর রাতেও রাজ্যে অব্যাহত বাইক দুর্ঘটনা। এবার ঘটনাস্থল শান্তিরবাজার মহকুমার বাইখোড়া । মৃত বাইক আরোহীর নাম অনিমেষ চক্রবর্তী ।

              মৃত অনিমেষ চক্রবর্তী

ঘটনার বিবরন সম্পর্কে বলতে গিয়ে বাইখোড়া থানার কর্তব্যরত এ এস আই পার্থ ভৌমিক জানিয়েছেন, প্রতিদিনের মত দশমীর রাতেও পেট্রোলিং-এ বেড়িয়েছিলেন তিনি । সেই সময় দেখতে পান ওই ব্যাক্তি রাস্তার উপর পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেন ফারায় সার্ভিসকে। ফায়ার সার্ভিসে কর্মরত কর্মীরা এসে দেহটি উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে যান । সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার পর মৃতের পরিচয় জানা না গেলেও পরবর্তী সময়ে মৃতের পরিচয় জানতে পারে পুলিশ । মৃত ব্যাক্তি বাইখোড়ার জগন্নাথ পাড়ার বাসিন্দা। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here