বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) পুজোর দিনগুলিতে বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে রাজ্যে প্রান হারিয়েছেন বেশ কয়েকজন । পুজোর রাতে রাজধানী আগরতলা সহ বিভিন্ন মহকুমা গুলোতে কোথাও না কোথাও দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আর বেশীরভাগ ক্ষেত্রেই প্রকাশ্যে এসেছে বাইক দুর্ঘটনার। দশমীর রাতেও রাজ্যে অব্যাহত বাইক দুর্ঘটনা। এবার ঘটনাস্থল শান্তিরবাজার মহকুমার বাইখোড়া । মৃত বাইক আরোহীর নাম অনিমেষ চক্রবর্তী ।
