পুজোর মরসুমে দেশবাসীকে বড় উপহার দিলো তেলকম্পানি

ডাকবার্তা ডেস্কঃ এ যেন মেঘ না চাইতেই জল । পুজোর আগে পেট্রোল ডিজলের দাম বৃদ্ধি নিয়ে নাভিশ্বাস উঠেছিল দেশবাসীর । চিন্তায় ছিলেন পুজোর মধ্যে যদি এইভাবে প্রতিনিয়ত তেলের দাম বাড়ে তাহলে কিভাবে পুজো কাটাবেন। যতই হোক পুজোর কটাদিন এমনিতেই বাড়তি খরচ হয়ে থাকে সবার , তার মধ্যে যদি তেলের দাম বাড়ে তাহলে তো হয়েই গেলো । কিন্তু আমজনতাকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার থেকে দাম কমেছে পেট্রোল, ডিজেলের। আর তাতেই যেন হাঁফ ছেড়ে বেঁচেছে দেশবাসী। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কেন্দ্রীয় সরকার।  শনিবারও ফের একধাপ কমলো পেট্রোল,ডিজেলের দাম । দিল্লীতে লিটার প্রতি ৩৯ পয়সা দাম কমে পেট্রোলের দাম হয়েছে ৮১.৯৯ টাকা । ডিজেলে লিটার প্রতি ১২ পয়সা কমে দাম হয়েছে ৭৫.৩৬ টাকা ৩৬ । মুম্বইতে লিটার প্রতি পেট্রলের দাম ৩৮ পয়সা কমে দাম হয়েছে ৮৭.৪৬ টাকা  ও ডিজেলের দাম কমেছে  ১৩ পয়সা কমে হয়েছে ৭৯ টাকা।  কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ৩৮ পয়সা কমে দাম হয়েছে ৮৩.৮৩ টাকা । ডিজেলের দাম হয়েছে  ৭৭.২১ টাকা লিটার। আগরতলায় পেট্রোলের দাম ৩৭ পয়সা কমে দাম হয়েছে ৭৮.১৬টাকা। ডিজেলের দাম ১১ পয়সা কমে হয়েছে ৭৩.১২টাকা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার  কর ২.৫০ টাকা কম করেছে। পাশাপাশি তেল কোম্পানিগুলিও ২.৫০ টাকা কমিয়েছে। ফলে কিছুটা সাশ্রয় হয় তেলের দামে।

 

error: Content is protected !!