প্রমাণিত হল আমার অভিযোগের সারবত্তা রয়েছে

নয়াদিল্লীঃ আইনি লড়াই চালাতে চান ৷ আইনের পথেই সুবিচার চান  ৷ তাই পদত্যাগের সিদ্ধান্ত ৷ #MeToo ইস্যুতে অভিযুক্ত বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে টুইটে করে একথা জানালেন এম জে আকবর। ##MeToo ইস্যু নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে সেলেব দুনিয়া। বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে প্রথম অভিযোগ করেন  মহিলা সাংবাদিক প্রিয়া রামানি । তারপর একে একে দ্য এশিয়ান এজ এর ১৯ জন মহিলা সাংবাদিক প্রাক্তন সম্পাদক এম জে আকবরের বিরুদ্ধে অভিযোগ আনেন। এই ঘটনা সামনে আসার পর তোলপাড় হয়ে ওঠে দেশের রাজনীতি । বিদেশ প্রতিমন্ত্রীর পদত্যাগের জন্য চাপ দিতে শুরু করে কংগ্রেস সহ সমস্ত বিরোধী দিলগুলি ।

একদিকে বিরোধীদের চাপ অন্যদিকে ১৯ জন মহিলা সাংবাদিকের অভিযোগ দুটি নিয়েই বাইরে ও ভেতরে চাপে ছিলো কেন্দ্রীয় সরকার । তাই একপ্রকার বাধ্য হয়েই পদত্যাগ করানো হলো তাকে।

এম জে আকবর পদত্যাগ করার পরেই মুখ খুললেন  অভিযোগকারিনী প্রিয়া রামানি। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রমাণিত হল আমার অভিযোগে সারবত্তা রয়েছে। এবার আদালত থেকে সুবিচারের আশায় আছি।

error: Content is protected !!