প্রথম ব্রেকিং! আমি যেখানেই থাকি না কেনো প্রতিদিন রাজ্যবাসীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো

ডাকবার্তা ডেস্কঃ এই প্রথম ত্রিপুরা রাজ্যে এত আনন্দের সহিত দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ২৫ বছর ধরে যে সরকার রাজ্যে ক্ষমতায় ছিলো সেই সরকারের মুখ্যমন্ত্রী সহ অনান্য মন্ত্রীরা কোনদিন পুজো মন্ডপে যাননি।এতবছর ধরে একটা দমবন্ধ পরিস্থিতির মধ্যে রাজ্যে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছিল। কিন্তু আজ ত্রিপুরা মুক্ত। মন খুলে মানুষ দুর্গা পূজায় সামিল হয়েছে। আনন্দে মাতোয়ারা হয়েছে রাজ্যবাসী। অষ্ঠমীর সন্ধ্যায় স্যোশাল মিডিয়ায় রাজ্যবাসীকে  শারদীয়ার শুভেচ্ছা ও নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে একথা বললেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর। শুভেচ্ছা জানিয়েছে সুনীল দেওধর বলেন, অষ্ঠমীর সন্ধ্যায় মন থেকে রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি।  আমি যেখানেই থাকিনা কেনো প্রতিদিন  রাজ্যবাসীর জন্য ভগবানের কাছে  প্রার্থনা করবো। যাতে রাজ্যের মানুষ ভালো থাকে। রাজ্যবাসীর জীবনে যেন আনন্দ আসে। মানুষের যেন মঙ্গল হয়।

   নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে সংকল্প মুখ্যমন্ত্রী নিয়েছেন সেই কাজ খুব ভালো ভাবে এগিয়ে চলছে। এই জন্য মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। পুজোর এইকটা দিন মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে ১৫০টির উপর পুজোমন্ডপ পরিদর্শন করেছেন। যা এর আগে কোনদিন হয়নি। রাজ্যে একটি রেকর্ড সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী।  বিজেপি যে যে প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে সেই সমস্ত প্রতিশ্রুতি ৫ বছরের মধ্যে সরকার পূরন করবে। আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। সুন্দর শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে হবে।

error: Content is protected !!