পোস্ত চাষ নির্মূলকরণ সম্পর্কিত সচেতনতামূলক রেলী মালদায়

 হক জাফর ইমাম(মালদা): পোস্ত চাষ নির্মূলকরণ সম্পর্কিত সচেতনতামূলক রেলী  বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো মালদায় । উল্লেখ্য,বছর তিনেক আগেও পোস্ত চাষের জন্য মালদা জেলার দুর্নাম ছিল। জেলার বিভিন্ন প্রান্তে,বিশেষ করে কালিয়াচক,বৈষ্ণবনগর,ইংরেজ বাজার,রতুয়া,চাঁচল,হবিবপুর,বামনগোলা গাজোল সহ ইত্যাদি ব্লকে প্রতিবছরই অবৈধ পোস্ত চাষের রমরমা নজরে পড়তো । অবশ্য পুলিশ সুপার অর্ণব ঘোষ মালদায় আসার পর থেকেই সেই চিত্রটা বদলাতে শুরু করে। তবে ধীরে ধীরে নয়,এক বছরের মধ্যেই পুলিশ সুপার অর্ণব বাবুর উদ্যোগে মালদা জেলা জুড়ে পোস্ত চাষ নির্মূলকরণ অভিযান ব্যাপকভাবে বিস্তার লাভ করে। তার ফল স্বরূপ গত বছর থেকেই মালদা জেলা জিরো পপি কালটিভেশন অর্থাৎ পোস্ত চাষ নির্মূলকরণ জেলা হিসেবে উঠে আসে তা বলাইবাহুল্য। ২০১৭ সাল থেকে পয়লা নভেম্বর দিনটিতে মিশন জিরো রেলীর আয়োজন করে আসছে মালদা জেলা পুলিশ। এরই অঙ্গ হিসেবে এদিন মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং ইংরেজ বাজার থানার পক্ষ থেকে মহদিপুর লুকোচুরি পুলিশ ক্যাম্পের সামনে পোস্ত চাষ নির্মূলকরনে এক সচেতনতামূলক আয়োজন করা হয় । হাজির ছিলেন জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য,অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অরিন্দম সরকার,বিডিও দেবর্ষি মুখার্জি,ইংরেজ বাজার থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু,পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ আরো অনেকেই। সেখানে জেলা পুলিশের পক্ষ থেকে এক সচেতনতা মূলক অনুষ্ঠানের পর পোস্তচাষ নির্মূলকরণের  এক রেলী হয়। পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের এই বাইক রেলীর সূ চনা করেন মালদা জেলা পুলিশ সুপার ও জেলা শাসক। স্বভাবতই পোস্ত চাষ নির্মূলকরণে জেলা পুলিশ,বিশেষ করে জেলা পুলিশ সুপারের প্রশংসায় পঞ্চমুখ হন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে মহদিপুর অঞ্চলের জনপ্রতিনিধিরা।আর এজন্য তারা পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন কালিয়াচকের গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রে জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক রেলীর আয়োজন করা হয় । সেখানে জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ রেলীর সূচনা করেন। এরপর পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার দের এই র‍্যালিটি বিভিন্ন গ্রামগঞ্জে পরিক্রমা করে এবং পোস্ত চাষ নির্মূলকরনের বার্তা ছড়িয়ে দেয়। তাই জেলা পুলিশের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার জন প্রতিনিধিরাও।  আগামী দুমাস অবৈধ পোস্ত চাষ নির্মূল করতে বিশেষ নজরদারি চালাবে বলে জানা গেছে।

error: Content is protected !!