সরকারি নিয়ম কে বুড়ো আঙুল! যুবককে তিন দিন থানায় আটকে রেখে আদালতে পেশ না করার অভিযোগ

হক জাফর ইমাম(মালদা) সরকারি নিয়ম কে বুড়ো আঙুল দেখিয়ে, আটক যুবককে তিন দিন থানায় আটকে রেখে আদালতে পেশ না করার অভিযোগ, পুলিশ সুপার ও আদালতের দ্বারস্থ পরিবার।অভিযোগটি উঠেছে মালদা গোলাপগঞ্জ ফাঁড়ির বিরুদ্ধে। মালদা গোলাপগঞ্জ ফাঁড়িতে আটক হওয়া যুবকের নাম উৎপল মন্ডল।

বাড়ি কালিয়াচক থানার রামনগর এলাকায়। কর্মসূত্রে তিনি মধু ব্যবসায়ী। আটক উৎপল মন্ডলের পিতা পাঁচু মন্ডল সাংবাদিকদের জানান। ২৯.১০.২০১৮ সোমবার সকাল দশটা নাগাদ আমার পুত্র উৎপল মণ্ডল পরিবারের বাজার করতে গিয়েছিল মালদা কালিয়াচক রামনগর বাজারে ঠিক সেই সময় মালদা গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ আমার পুত্র উৎপল মন্ডল কে জোর পূর্বক তুলে নিয়ে যায় থানায়। তারপর আমরা বারবার ফাঁড়ি যায় এবং ফাঁড়ির কর্মরত অফিসার জিজ্ঞেস করি আমার ছেলে উৎপল মন্ডলে দোষ কি তারা সঠিকভাবে কোন উত্তরই জানাননি বলে অভিযোগ উৎপলের পিতা পাঁচু মন্ডলের।

তিনি আরো জানান ১.১১.২০১৮ বৃহস্পতিবার ঘটনায় তদন্ত ও সুবিচার পাওয়ার আশায় মালদা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি। আমার ছেলেকে বেআইনিভাবে কেন আটকে রেখেছে মালদা গোলাপগঞ্জ ফাড়ির পুলিশ। আমাদের মনে হচ্ছে আমার ছেলে উৎপল মন্ডলকে মিথ্যা কেসে ফাঁসাতে চাইছে মালদা গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।

error: Content is protected !!