পুজো উপলক্ষে এবার যেন এক বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) এবছর দুর্গাপুজো একটা নতুন উন্মাদনা পেয়েছে। রাজ্যের মানুষ বাঁধনহারা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে পুজোর আনন্দে মেতে উঠেছেন। অমরপুর থেকে শুরু করে উদয়পুর,আমবাসা সহ গোটা রাজ্য জুড়ে মানুষের মধ্যে পুজো উপলক্ষে এবার যেন এক বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। ষষ্ঠীর রাতে শান্তিরবাজার মহকুমায় পুজো পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন পুজোতে আমরা আনন্দ করবো। কিন্তু আমাদের আনন্দ যাতে কারো নিরানন্দের কারন না হয়ে ওঠে।

    ষষ্ঠীর রাতে শান্তিরবাজার পশ্চিম পাড়া ও সুগারমিল উদয়ন সংঘের পুজোর পরিদর্শনে আসলেন বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক। প্রতিমা ভৌমিকের সঙ্গে ছিলেন দক্ষিন জেলার সভাপতি বিভীষণ দাস,জেলার সাধারন সম্পাদক শ্যমলাল দেবনাথ সহ অনান্য নেতৃবৃন্দরা। শান্তিরবাজার পশ্চিম পাড়া পুজো কমেটির পক্ষ থেকে ১০০ জন গরীব মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এরপর সেখান থেকে সোজা চলে সুগারমিল উদয়ন সংঘের পুজো মন্ডপে। সেখানে গিয়ে বেশ কিছুক্ষন সময় কাটান তিনি। ঘুরে দেখেন সমস্ত পুজো মন্ডপ। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here