রাম-রহিমের বাঁধনের নিদর্শন এবার উঠে এল জেলায়।

হক জাফর ইমাম(মালদা)  রাম-রহিমের বাঁধনের নিদর্শন এবার দেখা গেলো মালদা মুসলিম ইনস্টিউটের কাজে। বর্তমানে সময়ে দেশ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলা গুলিতে হিন্দু-মুসলিমের সম্প্রীতির ভিত নড়বড়ে হয়েছে। সেই কথা মাথায় রেখে মালদা মুসলিম ইনস্টিটিউটে পক্ষ থেকে দুর্গা পুজোর পঞ্চমী থেকে প্রতিমা দর্শনার্থীদের জন্য মালদা শহরের প্রাণকেন্দ্র রাজমহল রোডে দর্শনার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার একটি স্টল খোলা হয় । এছাড়াও হিন্দু মুসলিম নির্বিশেষে প্রায় ২০০টি পরিবারকে বস্ত্র  প্রদান করে সংস্থার সদস্যরা । অনুষ্ঠানের উদ্বোধন করেন মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভা পৌর পিতা নিহার রঞ্জন ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক সংসদের চেয়ারম্যান আসিস কুন্ডু, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা রায় কাউন্সিলর শুভদীপ সান্যাল প্রমূখ। মালদা মুসলিম ইনস্টিটিউটের অনুষ্ঠানে মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা পৌরসভার পৌর পিতা নিহার রঞ্জন ঘোষ তার মূল্যবান ভাষণে বলেন। মালদা মুসলিম ইনিস্টিউটের বর্তমান কার্যকারী কমিটি মালদায় হিন্দু মুসলিম সম্প্রীতির নজির গড়লেন এই কাজকে আমি স্যালুট জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here