পাকিস্তানের ঘুম কাড়তে এবার তৈরি ভারত।

ওয়েব ডেস্কঃপাঁচ শক্তিধর রাষ্ট্রের সঙ্গে এবার একাসনে বসার শক্তি অর্জন করলো ভারত। আই এন এস আরিহন্ত পরমানু শক্তিধর ডুবোজাহাজ দীর্ঘ ট্রায়াল রান সম্পন্ন করে অবশেষে ফিরছে নৌ-সেনা বন্দরে । এই প্রক্রিয়াকে বলা হয় ডেটারেন্স পেট্রোল। এই  ডেটারেন্স পেট্রোল সফলভাবে সম্পন্ন করার অর্থ ভারত আজ জল-স্থল-অন্তরীক্ষ থেকে পরমানু শক্তিধর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম ।

একই সঙ্গে তিন সেনা,বায়ুসেনা,স্থলসেনা ও নৌবাহিনীর হাতে সমান ক্ষমতাসম্পন্ন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুক্তি চলে আসায়  ভারত এবার আমেরিকা,রাশিয়া,চিন,ব্রিটেন ও ফ্রান্সের মতই ত্রিশূল পরমানু সম্পন্ন রাষ্ট্রের মর্যাদা আদায় করে নিতে পারলো। ভারতীয় নৌবাহিনী ও বিজ্ঞানীকে এই জন্য সাফল্য জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেছেন, আজ এই সাফল্য অর্জন করার কৃতিত্ব ইতিহাস মনে রাখবে। তিনি মুখে নাম না বললেও চিন ও পাকিস্তানকে রীতিমত হুশিয়ারি দিয়ে বলেছেন, এতদিন যারা পরমানু শক্তি প্রয়োগের ভীতি প্রদর্শন করে ব্ল্যাকমেল করেছে আজকের সাফল্য তাদের মুখের মত জবাব দিয়েছে।

error: Content is protected !!