রাতে অমাবস্যা হলেও সকাল থেকেই লাখো মানুষের ভিড় দক্ষিণেশ্বরে

কলকাতাঃ মঙ্গলবার দিপাবলী। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্য। সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে । এবার দ্বিপান্বিতা অমাবস্যা পড়েছে রাতের বেলা । অমাবস্যা রাতে হলেও সকাল থেকেই দক্ষিনেশ্বর মন্দিরের বাইরে পুজো দেওয়ার লম্বা লাইন পড়েছে দর্শনার্থীদের । দীপাবলির আগের দিন অর্থাৎ সোমবার দক্ষিনেশ্বরের  স্কাইওয়াকের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর স্বাইওয়াক উদ্বোধন হওয়ার ট্রেন অথবা বাস থেকে সোজা নেমে দর্শনার্থীরা স্কাইওয়াকে চড়ে সোজা মন্দিরে পৌঁছে যাচ্ছেন দর্শনার্থীরা ।

বিগত দু বছর ধরে স্বাইওয়াকের কাজ চলায় কিছুটা অসুবিধার সম্মুখীন হয়েছিলেন দর্শনার্থীরা । কিন্তু এবার স্কাইওয়াক চালু হয়ে যাওয়ার খুশীর হাওয়া দেখা গেছে দর্শনার্থীদের মধ্যে। প্রতিবছরের মত এবছরও লাখো লাখো মানুষের ঢল নামবে দক্ষিণেশ্বরে ।

সেই উপলক্ষ্যে জোরদার করা হয়েছে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা । বসানো হয়েছে সিসিটিভি। ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারী চালাচ্ছে পুলিশ। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

error: Content is protected !!