নমোর হাতেই বধ হলো ‘

নয়াদিল্লীঃ ‘বিজয়া দশমীতে সবকা সাথ সবকা বিকাশ, এক ভারত শ্রেষ্ঠ ভারতের অঙ্গীকার করলাম’। বিজয়া দশমী ও দশেরা উপলক্ষে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 আজ একদিকে যেমন বিজয়া দশমী,তেমনি দেশ জুড়ে পালিত হচ্ছে দশেরা। কথিত আছে, পুরানে কথিত আছে, নবরাত্রির দশম দিনে লঙ্কায়  রাবণকে বধ করে স্ত্রী সীতাকে উদ্ধার করেছিলেন রাম ৷ সেই জয়ই উদযাপিত হয় দশেরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সারা দেশের পাশাপাশি দিল্লীতেও ধূমধামের সহিত পালন করা হলো দশেরা উৎসব। শুক্রবার সন্ধ্যায় দিল্লীর লালকেল্লার কাছে  লবকুশ রামলীলায় উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনান্যরা।

দশেরা উৎসব উপলক্ষে মঞ্চে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, ”প্রভু রামের জীবন থেকে প্রেরণা নেওয়া উচিত আমাদের। সাধারণ মানুষ ও পরিবেশের সাহায্য রাবণকে পরাস্ত করেছিলেন রাম”। দেশবাসীকে দশেরার অভিনন্দন জানিয়ে কোবিন্দ বলেন, ‘আমাদের ভিতরে ও চারপাশে থাকা রাবণরূপী অশুভশক্তির বিনাশ করতে হবে’।

বাণ ছুড়ে অশুভশক্তির প্রতীক রাবণ, মেঘনাদ ও কুম্ভকর্ণের কুশপুতুল দাহ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here