দ্রুত গতিতে বাইক চালিয়ে আসছিলো বছর ২৪ এর বিরজিৎ । কিন্তু তারপর…

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল এক যুবক। শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজার  আগরতলা সাব্রুম জাতীয় সড়কের পাশে ব্রিজের কাছে। দুর্ঘটনায় বীরচন্দ্র পঞ্চায়েত পাড়ার বাসিন্দা বিরজিৎ রিয়াং (২৪) গুরুতর আহত হয় ।  দ্রুত গতিতে আসা ব্রিজের রেলিঙে ধাক্কা মারে বাইকটি । দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে আসে  মনপাথর ফারিখানার কর্মরত পুলিশ। আহতকে উদ্ধার করে শান্তির বাজার হাসপাতালে নিয়ে আসে । কিন্তু অবস্থা আশঙ্কাজনক থাকায় আহত  বিরজিৎকে  গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here