দেখে নিন কেমন হবে দীপিকা-রণবীরের ফুলশয্যা?

১৪ নভেম্বর সাতপাকে বাঁধা পড়ছেন দীপিকা-রণবীর । বিয়ে হবে ইতালির লেক কোমোর ভিলা বলবিয়ানেলো । ইতোমধ্যে ইতালি পৌছে গেছেন দুজনেই। হাতে আর এক`দিন।তারপরেই ১৪ নভেম্বর বিয়ে। বিয়ে উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।  বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হলেও শোনা যাচ্ছে দীপিকা-রণবীরের ফুলশয্যাও কেমন হবে সেটাও ঠিক হয়ে গেছে।

বিয়ের পরের দিন দেশে ফিরে আসার কথা রয়েছেন দুই পরিবারের। সেজে উঠেছে লেক কোমোর ভিলা বলবিয়ানেলো। আর ইতিমধ্যেই স্যোশাল সাইটে একটি ভিডিও ভাইরাক হয়েছে। তাতে দেখা গেছে, গোলাপে মুড়ে ফেলা হয়েছে `দীপবীর`-বিছানা সহ গোটা ঘর, সাজিয়ে তোলা হচ্ছে বাতি দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here