দুই দেশের মেলবন্ধনের সাক্ষী থাকলো ফেনী

সাব্রুমঃ আজ বিজয়া দশমী। কৈলাসে পাড়ি দিয়েছেন মা উমা। সকালে দর্পণ বিসর্জনের মধ্যে দিয়ে বিসর্জন হয়ে গেছে মায়ের। দুপুর হতেই রাজধানী আগরতলা সহ বিভিন্ন মহকুমার নদীর ঘাট গুলিতে শুরু হয়ে গেছে প্রতিমা বিসর্জনের পালা। মূলত বাড়ির প্রতিমা গুলো বিসর্জন হয়েছে আজ।  বিসর্জন উপলক্ষে দক্ষিন ত্রিপুরার সাব্রুমের ফেনী নদীতে দেখা গেছে এক অসাধারন দৃশ্য। একদিকে ভারত অপর দিকে বাংলাদেশ। তার সেই সীমান্ত দিয়ে বয়ে চলেছে ফেনী নদী।  নদীতে চলছে প্রতিমার বিসর্জন।  প্রতিমা নিরঞ্জনেরপর চলছে জলকলি। বিষাদের সুরের পাশপাশি ভাসছে চারদিকে আসছে বছর আবার হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here