অমৃতসরে ভয়াবহ রেল দুর্ঘটনার সামনে এলো বিস্ফোরক তথ্য

অমৃতসরঃ  অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বাড়ছে ক্রমশ। এর মধ্যে এই ঘটনার জন্য কার্যত কংগ্রেসকে দায়ী করলেন স্থানীয় বাসিন্দারা। ভয়াবহ দুর্ঘটনা কেঁড়ে নিয়েছে এতগুলো প্রান। আনন্দের মধ্যে নিজের প্রিয়জনকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে স্বজনহারা অনেকেই। চারিদিকে উঠেছে কান্নার রোল। আনন্দঘন অনুষ্ঠান পরিনত হয়েছে বিষাদে।  কিন্তু এই ঘটনার দায় কার? কাদের গাফিলতির আনন্দের দিনেও এত গুলো মানুষের প্রান চলে গেলো? কে নেবে এর দায়? এত গুলো প্রশ্ন যখন সামনে আসছে ঠিক তখনি সামনে এলো এক বিস্ফোরক তথ্য। আজকের এই ঘটনার জন্য কার্যত কংগ্রেসকেই দায়ী করলেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ এই অনুষ্ঠানের জন্য কোন রকমের অনুমতি নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। অনুমতি না নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী নভজ্যোত সিং সিধুর স্ত্রী নভজ্যোত কৌর। রেললাইনের দিকে লাগানো হয়েছিল এলইডি।  রাবণের কুশপুতুল দহনের পরই আগুনের হাত থেকে বাঁচতে লোকজন রেললাইনের দিকে ছুটে যায় । ঠিক সেই সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা মানুষের উপর দিয়ে দ্রুত গতিতে চলে যায় ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫০ জনেরও বেশী মানুষের। স্থানীয়দের আরও অভিযোগ যেই সময় এই দুর্ঘটনাগ ঘটে সেই সময় মঞ্চে ভাষন দিচ্ছিলেন সিধুপত্নী । এতবড় ঘটনার পরেও আহতদের সঙ্গে দেখা না করে অনুষ্ঠানস্থল থেকে পালিয়ে যান তিনি। এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

 

 

error: Content is protected !!