তর্পণ করতে গিয়ে ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা

সুমন করাতি(হুগলী) দেবীপক্ষের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো হুগলীতে। তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে হুগলী জেলার উত্তরপাড়া ও শ্যাওড়াফুলিতে। এই ঘটনায় একজনের দেব উদ্ধার করা হলেও অপর ব্যাক্তির কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে। মহালয়ার সকালে পিতৃতর্পণের উদ্যেশ্যে হিন্দমোটর বটতলা গঙ্গার ঘাটে গিয়েছিলেন সুবোধ যশ নামে ৬৪ বছরের এক প্রৌঢ়। তর্পণ করার সময় আচমকাই জলের তোড়ে পা পিছলে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করতে সঙ্গে সঙ্গেই ছুটে আসেন উদ্ধারকারী দলের সদস্যরা। ২ ঘন্টা পর তার নিথর দেহ জল থেকে উদ্ধার করে আনেন উদ্ধারকারী দলের সদস্যরা। সুবোধ বাবু পেশায় একজন অধ্যাপক ছিলেন বলে জানা গেছে।

অপর দুর্ঘটনাটি ঘটেছে হুগলী জেলার শেওড়াফুলিতে। সকালে তর্পণ করতে গিয়ে হঠাৎ করেই জলের তোড়ে তলিয়ে যান সন্দীপ সাঁতরা নামে এক যুবক। যদিও তার দেহ উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দল।  তর্পণ উপলক্ষে কলকাতার বাবুঘাট, বাগবাজার ঘাট সহ জেলার বিভিন্ন ঘাট গুলিতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছিলো ।  প্রতিটি ঘাটে রয়েছে ডিএমজি-র সদস্য ও ডুবুরি।টহলদার জলযান হিসাবে থাকছে পুলিশের চারটি ‘জেট স্কি’-ও। যদিও এতকিছু নিরাপত্তা থাকার পরেও এড়ানো গেলোনা দুর্ঘটনা।

error: Content is protected !!