১৩ বছর পর পৌরসভা ভোট এই রাজ্যে

জন্মু-কাশ্মীরঃ কেটে গিয়েছে ১৩টি বছর। এই ১৩ বছরে একটি বারের জন্য পৌরসভা নির্বাচন হয়নি জন্মু-কাশ্মীরে। কিন্তু এবছর যেন একটু ব্যাতিক্রম। ১৩ বছর পর জন্মু-কাশ্মীরে হচ্ছে পৌরসভা নির্বাচন। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহন। ৪২২টি পৌরসভার ১১০০টি আসনে চলছে ভোটগ্রহন। সকাল ৭ টা থেকে শুরু হয়ে ভোটগ্রহন চলবে বিকাল চারটে পর্যন্ত। প্রথম দফার নির্বাচন বয়কট করেছে  প্রধান দুটি দল ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি। আসন্ন নির্বাচনে ২৯৯০ জন জন প্রার্থী প্রতদ্বন্ধিতা করছেন। ১৬ অক্টোবর শেষ হবে নির্বাচন। এই প্রথম উপত্যকায় পৌরসভা নির্বাচনে EVM ব্যবহার করা হচ্ছে। ভোটগ্রহনকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

error: Content is protected !!