ডিসেম্বরেই কি ভোটগ্রহন ওপার বাংলায়?

মোঃ সাইফুল ইসলাম (ঢাকা, বাংলাদেশ) আগামী ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে ভাষণের সময় তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।  রবিবার সন্ধ্যা ৭টা ২ মিনিটে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।  তিনি বলেন, আজকের কমিশন সভায় আগামী ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ওই দিন কোনো এক সময় জাতির উদ্দেশে ভাষন দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।  সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন, তফসিলের পর ৪৫দিনের কাছাকাছি সময়ে ভোটগ্রহণ করা হবে। এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছিলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। তবে জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপ শেষে তফসিল দেওয়ার দাবি জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here