“ঠিক আছে আমি গেলাম কেমন”

নিজেস্ব প্রতিনিধি(আগরতলা) বিগত বাম সরকারের আমল থেকে বিজেপি সরকারের আমলে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি ঘটেছে তা একপ্রকার প্রায় স্বীকার করে নিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। বড়মুড়াতে দুর্ঘটনায় আহত জাওয়ানদের দেখতে বুধবার দুপুরে রাজধানীর জিবি হাসপাতালে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী । গাড়ি থেকে নেমে সোজা হাসপাতালের ভিতর চলে যান তিনি। সেখানে গিয়ে চিকিৎসারত জাওয়ানদের সঙ্গে কথা বলেন। তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আহত জাওয়ানের পাশাপাশি কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। বেশ কিছুক্ষন হাসপাতালে ছিলেন তিনি ।

আহতদের সঙ্গে দেখা করে হাসপাতালের বাইরে বেড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, “আহত জাওয়া নদের সঙ্গে কথা বলেছি। বর্তমানে তারা ভালোই আছেন । দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের বাইরে নিয়ে যাওয়া হয়েছে । আর  আধিকাংশ জাওয়ানদের ছেড়ে দেওয়া হয়েছে”। এরপর সাংবাদিকরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চান বর্তমানে স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি কিছু বলবেন? এর প্রত্যুত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু বলেন “ঠিক আছে আমি গেলাম কেমন”। সুকৌশলে রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্নটি তিনি এড়িয়ে যান। আর ঠিক এখানেই প্রশ্ন তুলেছে রাজ্যের রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের মতে যদি বিজেপি সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল থাকতো তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলতেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতেন। কিন্তু তার আমল থেকে এই আমলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটার ফলেই কিছু বলতে পারলেন নয়া তিনি। তাই সুকৌশলেই এড়িয়ে গেলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর।

ছবি-অর্পণ দে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here