শাসককে সন্তুষ্ট করার জন্যই গ্রেফতার

সাবানুল মাজহার(বীরভূম) মিথ্যা মামলায় খয়রাশোল থানা চিন্ময় দাসকে গ্রেফতার করেছে । শুধুমাত্র তৃনমূল-কংগ্রেসকে সন্তুষ্ট করার জন্য । যাতে  শাসক দলকে  বোঝানো যায় যে ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত রয়েছে । বীরভূমের খয়রাশোলে তৃণমূল-কংগ্রেসের ব্লক সভাপতি দীপক ঘোষের  খুনের ঘটনায় বিজেপি কর্মী চিন্ময় দাসের গ্রেফতার হওয়ায় পর সাংবাদিক সম্মেলনে পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুললেন বীরভূম জেলার বিজেপি সভাপতি রামকৃষ্ণ ঘোষ। বীরভূমের তৃণমূলের ব্লক সভাপতি খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বুধবার দুবরাজপুর আদালতে তোলা হয়।  ধৃতদের মধ্যে চিন্ময় দাস বিজেপির সক্রিয় কর্মী বলে পরিচিত। অভিযুক্তদের মধ্যে একজনকে ৭ দিনের পুলিশি হেফাজতে এবং বাকি ৩জনকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ বিজেপি কর্মী গ্রেফতারের পরেই ক্ষোভে ফেটে পড়েন বীরভূম জেলার বিজেপি কর্মীরা। সাংবাদিক সম্মেলনে রামকৃষ্ণ বাবু স্পষ্ট জানিয়ে দেন এই ঘটনার সঙ্গে বিজেপি কোন ভাবে যুক্ত নয়। আমরা এই ঘটনার প্রতিবাদ করছি। চিন্ময় দাসকে উদ্যেশ্যপ্রনভিত ভাবে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গুলিবিদ্ধ হন খয়রাশোলের তৃণমূল-কংগ্রেসের ব্লক সভাপতি দীপক ঘোষ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুরের একটি হাসপাতালে জিয়ে যাওয়া হয়। কিন্তু সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছিলো শাসক দল তৃণমূল-কংগ্রেস।

error: Content is protected !!