জয় দিয়েই আইলিগ অভিযান শুরু চেন্নাইয়ের

 শুভজিৎ মিত্র(চেন্নাই )জয় দিয়েই আই লিগ অভিযান শুরু করল চেন্নাই সিটি এফ সি । ইন্ডিয়ান অ্যারোজ(পৈলান অ্যারোজ) কে হারাল ৪-১ গোলে।এদিন শুরুতেই অবশ্য অ্যারোজকে এগিয়ে দেন অমরজিৎ সিং কিয়াম।ম্যাচের ২ মিনিটের মাথায়,চেন্নাই গোলরক্ষক কবিরকে টপকে গোল করে যান অ্যারোজ অধিনায়ক।এরপরই আক্রমনের ঝড় তোলে চেন্নাই।ম্যাচের ৩১ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান পেদ্রো।এরপর চেষ্টা করলেও ম্যাচে ফিরতে ব্যর্থ হন অ্যারোজের তরুণ খেলোয়াড়েরা।ম্যাচের ৪৯ এবং ৬৪ মিনিটে আরও দুটি গোল করেন চেন্নাই এর এই ফরোয়ার্ড। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় দলের হয়ে চতুর্থ গোলটি করেন আলেকজান্ডার রোমারিও জেসুরাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here