জেল হেফাজতে ওসি

রকি পাল(বিলোনিয়া) গাঁজা মামলায় গ্রেফতার হওয়া ওসি বিমল দেববর্মাকে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিলো আদালত। নেশাকারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার রাতে উদয়পুর মহকুমার বিমল দেববর্মার আস্তানায় হানা দিয়ে পিআরবাড়ি থানার ওসি আশিস দাস, এসডিপিও সৌম্য দেববর্মার নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে বিলোনিয়া জেলা দায়রা আদালতে হাজির করা হয়। দুপক্ষের সাওয়াল জবাব শোনার পর বিচারক বিমল দেববর্মাকে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। (বিস্তারিত আসছে)

 

                                                                   সরকারি আইনজীবী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here