জুমলাবাজি চলছে সারা দেশ জুড়েঃ মিতালি ভট্টাচার্য

আগরতলাঃ “২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিইয়ে ক্ষমতায় এসেছিলো সেই সমস্ত প্রতিশ্রুতি আজও পালন হয়নি। প্রধানমন্ত্রী বলেছিলেন বছরে ২ কোটি বেকারের চাকরি হবে। ঘরে ঘরে রোজগার হবে । কিন্তু আজ সে সব কিছুই হয়নি। জুমলাবাজি চলছে সারা দেশ জুড়ে।“ শনিবার রাজধানীতে DYFI এর ৩৯ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে এসে এভাবেই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমন করলেন DYFI এর ত্রিপুরা প্রদেশ কমেটির সহসভাপতি মিতালি ভট্টাচার্য ।

foodzone

সারা দেশের পাশাপাশি রাধানীতেও DYFI এর ৩৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।  ত্রিপুরা রাজ্য কমেটির পক্ষ থেকে মেলারমাঠে ছাত্র যুব ভবনে প্রতিষ্ঠা দিবস পালন হয়। শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান DYFI এর কর্মী-সমর্থকরা। আজকের এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমনের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমন শানান DYFI এর প্রদেশ কমেটির সহসভাপতি মিতালি ভট্টাচার্য । তিনি বলেন, ৭ মাস হয়ে গেছে রাজ্যে বিজেপি ও আইপিএফটি জোট সরকার রয়েছে। কিন্তু এই সাত মাসে রাজ্যে খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে,কাজ  নেই । ৭ মাসে কি এমন পরিস্থিতি হলো যার জন্য খাদ্যের সঙ্কট, কাজের অভাব দেখা দিলো রাজ্যে? সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারির সুরে মিতালী দেবী বলেন অতিদ্রুত সম্ভব সরকারকে রাজ্যে খাদ্যের অভাব ও কাজের ব্যবস্থা  করতে হবে। নাহলে আগামী দিনে রাজ্য জুড়ে আন্দোলনে নামবে DYFI এর কর্মী-সমর্থকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here