চোখ না থাকলে দৃষ্টিহীন হয়নাঃ উপমুখ্যমন্ত্রী

আগরতলাঃ “আমরা বলি ওদের দৃষ্টিহীন। চোখ না থাকলে দৃষ্টিহীন হয়না। অন্তর থেকে আমি এটা মনে করি।“ শনিবার প্রথম ইন্টারস্টেট ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। শনিবার থেকে ৩দিন ব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়েছে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।

প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। ত্রিপুরা,ঝাড়খন্ড ও বিহার এই তিনটি রাজ্যকে নিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, “আজ যারা মাঠে এই প্রতিযোগিতায় খেলতে নেমেছে তাঁরা বীর। তাঁরাই পৃথিবীকে জয় করতে পারে। আগামীদিনে আশা করবো রাজ্য যাতে আরও বড় পরিসরে ব্লাইন্ডদের জন্য ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা যায়।“

foodzone

error: Content is protected !!