জলপথে দিবারাত্রি পুলিশি পাহারার জন্য লঞ্চ বোর্ডের শুভ সূচনা মালদায়

হক জাফর ইমাম(মালদা)   জলপথে দিবারাত্রি পুলিশি পাহারার জন্য লঞ্চ বোটের শুভ সূচনা মালদা জেলা পুলিশের উদ্যোগে । শুক্রবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা মানিকচকে একটি অনুষ্ঠানের এমভি কৃষ্ণ অর্জুন নামে লঞ্চ বোট মালদা মানিকচক গঙ্গা ঘাটে শুভ সূচনা করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, ডেপুটি পুলিশ সুপার বিপুল মজুমদার, মালদা মানিকচক থানার ওসি কুন্তল কান্তি দাস, ভিডিও সুরজিৎ পন্ডিত প্রমুখ। অনুষ্ঠানের বিষয়ে মালদা জেলা সুপার অর্ণব ঘোষ সংবাদমাধ্যমকে জানান, মালদা জেলার চারপাশে বিশাল এলাকা জুড়ে রয়েছে নদী পথ। আমাদের এই লঞ্চের মাধ্যমে নদীপথে নজরদারি করবে পুলিশ। কোন ভাবেই গঙ্গা নদী পেরিয়ে বিহার ঝাড়খণ্ড থেকে কোন দুষ্কৃতী মালদা জেলায় প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে। এখন এটাই দেখার যে উদ্যেশ্যে জেলা প্রশাসন এই পরিষেবা শুরু করেছে তা কতটা সফল হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here