দুমুঠো অন্নের খোঁজে ভিন রাজ্যে গিয়ে ঘটে গেলো ভয়াবহ ঘটনা।

 হক জাফর ইমাম(মালদা) পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের । মৃত যুবকের নাম রবিউল হক(২৫)।  মৃত যুবকের বাড়ি পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের বদনপুর গ্রামে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে । মৃত যুবকের পরিবার সূত্রে জানা মাত্র আট দিন আগে পেটের দায়ে ভিন রাজ্যে টাওয়ারের কাজ করতে গিয়েছিলেন মৃত রবিউল। সেখানে কাজ করতে গিয়ে  টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয় তার। বিউল হকের। বৃহস্পতিবার হঠাৎ বাড়িতে ফোন মারফত খবর আছে রবিউল কাজ করার সময় টাওয়ার থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এই খবর শোনার পরেই বাড়িতে কান্নার রোল পড়ে যায়। মৃত শ্রমিকের স্ত্রী আঙ্গুরা বিবি ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন এবং কি করবেন দুটো বাচ্চাকে নিয়ে ভেবে পাচ্ছেন না তিনি। ছেলের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন তাঁর বৃদ্ধ বাবা-মা।  শুক্রবার সকালে মৃত রবিউল হকের কফিনবন্দি দেহ তার গ্রামের বাড়িতে আসে।  তাকে শেষ দেখার জন্য গোটা গ্রামের মানুষ বাড়িতে ভিড় জমায। ওই এলাকার এক ব্যক্তি মতিউর রহমান অভিযোগ করেন যে,  আমাদের রাজ্যে কাজ না থাকায় মোটা টাকার লোভে আমাদের এলাকার বেশির ভাগ শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দেয় এবং এই টাকার লোভে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পরছে গ্রামের যুবকেরা।তাই তাদের দাবি যে রাজ্য সরকার যেনো এই রাজ্যে কর্মসংস্থান করেন এবং মৃত শ্রমিকের পরিবারের পাশে যেন দাঁড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here