দীপঙ্কর দেবনাথ(সিমনা) সিমনায় প্রতিটি ঘরে ঘরে লক্ষ্মী আছে। লক্ষী আছে বললেই শুধু হবেনা । জনগনের ঘরে কিভাবে লক্ষী পৌঁছানো যায় তাঁর ব্যবস্থা করতে হবে । রাস্তাঘাট থেকে শুরু, মানুষের রোজগারের ব্যবস্থা সহ মানুষের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার সেই দিশাতেই কাজ করছে। বুধবার লক্ষ্মীপুজোর সন্ধ্যায় সিমনা বিধানসভা কেন্দ্রের নিশিরামমুড়ায় ভীম দেববর্মার বাড়ি থেকে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । মুখ্যমন্ত্রী আরও বলেন, শুধু সিমনা নয়, রাজ্যের ছোট ছোট গ্রাম গুলিতে যেখানে জনজাতিরা বসবাস করছে সেইসমস্ত জায়গায় উন্নয়ন ও তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করাই আমার প্রথম কাজ । এই কাজ আমি খুব দ্রুত করব । ত্রিপুরাকে মডেল রাজ্যে পরিনত করব এটা আমার স্বপ্ন । কিন্তু সেই স্বপ্ন তখনি সফল হবে যখন এই সমস্ত ছোট ছোট গ্রাম যেখানে জনজাতিরা বসবাস করছে তাঁদের উন্নতি হবে।
