কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে আসে মহিলা দেখলেন……………………..

আশিস মিয়াঁ(বিশ্রামগঞ্জ)  জঙ্গলের মধ্যে পড়ে থাকা ছোট্ট নবজাতকটিকে পিঁপড়ায় কামড় দিচ্ছিল সেই ব্যাথা সহ্য না করতে পেরে কেঁদে উঠেছিলো ছোট্ট কন্যা সন্তানটি। সেই কান্নার আওয়াজ শুনেছিলেন রাস্তার পাশ দিয়ে যাওয়া এক মহিলা। তারপর সামনে গিয়ে আঁতকে উঠলেন তিনি। দেখতে পেলেন জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে সদ্য একটি ফুটফুটে কন্যা সন্তান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জে ।  বিশ্রামগঞ্জের অমরেন্দ্রনগর যাওয়ার রাস্তার পাশে একটি জঙ্গল থেকে উদ্ধার হয় শিশু কন্যাটি। ছোট্ট শিশুটিকে দেখে ওই মহিলা চিৎকার করলে মহিলার চিৎকারে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। তারা খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। তারা শিশুটিকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির প্রাথমিক চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গেছে সুস্থ হওয়ার পর শিশুটিকে চাইল্ড হোমে পাঠানো হবে।

                            বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here