বটতলায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে রাজ্য সরকার

নিজেস্ব প্রতিনিধি(আগরতলা) “১৭টি দোকানের মধ্যে যে পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে সেই সমস্ত দোকান মালিকদের প্রাথমিক অবস্থায় সিএম রিলিফ ফান্ড থেকে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে । বাকি যে সমস্ত দোকানগুলিতে অগ্নিকান্ডে অল্পবিস্তর হয়েছে তাদের প্রাথমিক অবস্থায় ১৫হাজার টাকা করে ক্ষতিপূরন দেওয়া হবে” বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ।  বৃহস্পতিবার ভোরে বিধ্বংসী আগুন লাগে রাজধানীর বটতলা মার্কেটের ১ নম্বর গলিতে । ১৭টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয় ।  দুর্ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও ৮টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিস সাহা।  ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী পৌঁছে ক্ষতিগ্রস্ত দোকানগুলি ঘুরে দেখেন। কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে।

বটতলা বাজারের ঘিঞ্জি পরিবেশ নিয়েও ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, এখানে কোন সাইনটিফিক ব্যবস্থা নেই । দীর্ঘদিন ধরেই এইরকম অবস্থা হয়ে রয়েছে । কেউ কোনদিন নজর দেয়নি। আমাদের এখন নজরে এসেছে। আমরা চেষ্টা করছি   ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য আধুনিক এবং আরও উন্নতমানের যাতে বিল্ডিং আমরা তৈরি করতে পারি । আমরা চেষ্টা করছি মাল্টিস্টোরি বিল্ডিং তৈরি করার। যদিও সমস্ত কিছুই করতে একটু সময় লাগবে।

ছবি- অর্পণ দে

error: Content is protected !!