ছাত্রছাত্রীদের জন্য এগিয়ে এলো বিএসএফ জাওয়ানরা

জনি ভট্টাচার্যঃ ধলাই জেলার নালকাটা স্থিত ১৩৩ নং সিমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে বৃহষ্পতিবার উদ্বোধন হল এলাকার ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান এবং কলা বিভাগের  বিষয়ে অধিক জ্ঞান লাভের জন্য বিনামূল্যে কোচিং সেন্টারের । সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা ফ্রন্টিয়ারের বি এস এফ এর আই জি এইচ কে লোহিয়া । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩৩ নং বেটেলিয়ানের কমান্ডেন্ড অশোক কুমার সহ বেটেলিয়ানের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা । বর্তমানে মোট ২২ জন শিক্ষার্থী এই কোচিং সেন্টারের থেকে প্রশিক্ষন নেবে। কোচিং চলাকালীন সময়ে যাবতীয় বই খাতা কলমের খরচ বহন করা হবে বি এস এফের তরফে। সিমান্ত রক্ষী বাহিনীর এধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রছাত্রী সহ তাদের অবিভাবকরা।

                                বিজ্ঞাপন
error: Content is protected !!