সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তি বাড়তে চলেছে শহরবাসীর

কলকাতাঃ দিনের পর দিন বেড়ে চলেছে পেট্রোল,ডিজেলের দাম। প্রতিনিয়ত দাম বৃদ্ধি বাড়ায় নাভিশ্বাস উঠেছে যানবাহন চালকদের। এদিকে তেলের দাম বাড়লেও বাসের ভাড়া না বাড়ানোর প্রতিবাদে ২৯ অক্টোবর অর্থাৎ আগামী সোমবার থেকে তিনদিন বাস না চালানোর সিদ্ধান্ত নিলো জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের আওতায় থানা বাস মালিকেরা। যদিও অফিস যাত্রীদের কথা ভেবে শুধুমাত্র অফিস টাইমে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন একাংশ বাসের মালিক। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে এই কথা জানানো হয়েছে   জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের পক্ষ থেকে । তাদের অভিযোগ,  দিনের পর দিন যেভাবে পেট্রোল,ডিজেলের দাম বাড়ছে সেই অনুযায়ী বাস ভাড়া বাড়ানো হচ্ছেনা। আর তাতেই লোকসানের মুখ দেখছেন বাস মালিকেরা। তাই বাধ্য হয়ে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তারা আরও জানিয়েছেন অফিস যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় সেই জন্য শুধুমাত্র অফিস টাইমেই বাস চালাবেন তারা। যদিও এই বাস ধর্মঘটে সামিল হচ্ছেন না বেঙ্গল বাস সিন্ডিকেট।

৩ দিন ধরে একাংশ বাস মালিক ধর্মঘটে সামিল হওয়ায় দুর্ভোগে পড়তে চলেছেন সাধারন মানুষ। অফিস টাইমে বাস চালালেও সারাদিন কিভাবে মানুষ যাতায়াত করবে সেটাই এখন ভাবাচ্ছে জনগনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here