চুপিসাড়ে হোটেলের ভিতর বসেছিলো খেলার আসর । কিন্তু আচমকাই সেখানে..

গৌতম পাল(উত্তর দিনাজপুর) বাংলা বিহার সংলগ্ন একটি হোটেলে  জুয়া খেলা চালানোর অভিযোগে  হোটেল মালিক ও তার ছেলে  সহ ২১জন বিহারের বাসিন্দাকে গ্রেফতার করল গোয়ালপোখর থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার  করা হয়েছে ৪৪ হাজার ৯০০ টাকা। বুধবার ধৃতদের  ইসলামপুর আদালতে তোলা হয়।

পুলিশ সুত্রে খবর, গোয়ালপোখর থানার ঘরধাপ্পা গ্রামের ৩১ নম্বর জাতীয় সড়কের ধারের একটি হোটলে জুয়ার আসর বসিয়েছিল হোটেল মালিক জামিল আখতার । গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ সেখানে হানা দিয়ে ২১ জন৩কে গ্রেফতার করে। হোটেলে জুয়ার আসর বসানোর অভিযোগে হোটেল মালিক জামিল আখতার ও তার ছেলে আকতার আলমকেও গ্রেফতার করা হয়েছে। ধৃত ২১ জনই বিহারের বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here