চলন্ত বাসে আগুন আতঙ্ক ঝাড়গ্রামে

রবীন্দ্রনাথ মাইতি(ঝাড়গ্রাম) চলন্ত বাসে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে আগুন আতঙ্ক ছড়ালো বাসযাত্রীদের মধ্যে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বিনপুর থানার কাঁকো অঞ্চলের শ্মাশান কালী মন্দির এলাকায়। ধোঁয়ার মধ্যে দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন এক কলেজ ছাত্রী। পাঁশকুড়া –ঝিলিমিলি গামী যাত্রীবাহী একটি বাসে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, কাঁকো থেকে মোহনপুর ঢোকার মুখে কাঁকো শ্মশানকালী মন্দিরের কাছে পিচ রাস্তার উপর দেখা যায় যাত্রীবাহী এই বাসটিতে প্রচন্ড ধুঁয়ো বের হচ্ছে। যাত্রীদের দাবি মেনে তখন বারবার চেষ্টার পর বাসটিকে চালক দাঁড় করাতে স্বক্ষম হয়েছিলেন। বাসটি দাঁড়ানোর পর আতঙ্কিত যাত্রীদের মধ্যে বাস থেকে নামার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। কে আগে নমবে তার জন্য ঠেলাঠেলি শুরু হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তীব্র ধুঁয়োতে শিলদা কলেজের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে উদ্ধার করে ঝাড়গ্রামে হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে তিব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বাস যাত্রীদের মধ্যে।

error: Content is protected !!