“ক্ষমতা থাকলে বিজেপি আইন আনুক”

ওয়েব ডেস্কঃ রামমন্দিরের শুনানি জানুয়ারিতে পিছিয়ে যাওয়ার পর AIMIM প্রধান আসাউদ্দিন আওয়েসি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি সরকারের প্রতি। সরকারকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, “ রামমন্দির তৈরির জন্য কেন সরকার আইন নিয়ে আসছেনা? তারা আইন নিয়ে আসুক। আর এস এস, বিশ্ব হিন্দু পরিষদ সবসময় হুমকি দিচ্ছে তারা ক্ষমতায় আছে। আমি চ্যালেঞ্জ করছি আইন নিয়ে আসা হোক। তারপর দেখবো কি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here