বামপন্থীদের হারিয়ে ভোটে জিতলেন দক্ষিনপন্থী বোলসোনারো

ব্রাজিলঃ দক্ষিন আমেরিকার ভেনেজুয়েলায় বামপন্থীদের ব্যার্থ সরকার সে দেশের ভবিষ্যৎকে প্রশ্ন চিহ্নের মুখে তুলে দিয়েছে । অপর দিকে আরও একটি গুরুত্বপূর্ণ দক্ষিন আমেরিকার দেশ ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল প্রকাশিত হলো । জয়লাভ করলেন ৬৩ বছর বয়সী স্যোশাল ডেমোক্রেটিক পার্টির নেতা জেইর বোলসোনারো। দক্ষিনপন্থী মতাদর্শে বিশ্বাসী এই দলটির জয়লাভের সাথে সাথে দেশের বামপন্থী দলগুলি আন্দোলন শুরু করেছে । রাষ্ট্রপতি মনোনিত প্রার্থী হয়ে জেতার পর  জেইর বোলসোনারো সংবাদ সংস্থাকে জানান, “আজ যে ফলাফল প্রকাশিত হয়েছে সেটি কোন দলের নয়। সমগ্র দেশের মানুষের । আমরা একটি শক্তিশালী সরকার গঠনে প্রতিশ্রুতি বদ্ধ। ব্রাজিলকে সঠিক উন্নতির পথ দেখিয়ে শক্তিশালী রাষ্ট্র তৈরি করাই আমাদের লক্ষ্য।“

error: Content is protected !!