রকি পাল(বিলোনিয়া) সিপিএমের মিছিলে হামলার অভিযোগকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তপ্ত হয়ে দক্ষিনের শহর বিলোনিয়া । রাফায়েল চুক্তি সহ দুটি দাবী নিয়ে কেন্দ্রীয় সরকারের সমলোচনা করে শনিবার সকালে জনতা অধিকার জনতা একতা মঞ্চের ডাকে বিলোনিয়া সিপিএম বিভাগ পার্টি অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি বিলোনিয়া থানার সামনে যাওয়ার পর কে বা কারা মিছিলের উপর হামলা করে এবং মিছিলে থাকা সিপিএম কর্মী-সমর্থকদের উপর ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিভাগীয় সম্পাদক সিপিআইএম তাপস দত্ত।
