কেন্দ্র বিরোধী মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিনের শহর

রকি পাল(বিলোনিয়া) সিপিএমের মিছিলে হামলার অভিযোগকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তপ্ত হয়ে দক্ষিনের শহর বিলোনিয়া ।  রাফায়েল চুক্তি সহ দুটি দাবী নিয়ে কেন্দ্রীয় সরকারের সমলোচনা করে শনিবার সকালে জনতা অধিকার জনতা একতা মঞ্চের ডাকে বিলোনিয়া সিপিএম বিভাগ পার্টি অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি বিলোনিয়া থানার সামনে যাওয়ার পর কে বা কারা মিছিলের উপর হামলা করে এবং মিছিলে থাকা সিপিএম কর্মী-সমর্থকদের উপর ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিভাগীয় সম্পাদক সিপিআইএম তাপস দত্ত।

                                                                              বিজ্ঞাপন

যদিও পুলিশ সূত্রে খবর  এই মিছিল করার জন্য সিপিএম পার্টি অফিস থেকে পুরাতন মোটোর স্ট্যান্ড পর্যন্ত তাদের অনুমতি দিয়েছিলো পুলিশ। কিন্তু সিপিএমের কর্মীরা কোন রকমের নিয়মের তোয়াক্কা না করে অবৈধ ভাবে শহরের প্রানকেন্দ্র থানার সামনে সলে আসে। সূত্রের খবর সেই সময় থানার সামনে জড়ো হওয়া সাধারন মানুষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা বেঁধে যায়। পরবর্তী সময়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনার পরেই শাসক ও বিরোধী দুটি দলের পক্ষ থেকেই সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে বিজেপি দলের পক্ষ থেকে বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার বলেন, অবৈধ মিছিল নিয়ে রাস্তায় নামার প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষ আর বিরোধীদলের উস্কানিমূলক এ রাজনীতি বন্ধ করতে হবে অবিলম্বে । অপর দিকে সিপিএমের বিভাগীয় সম্পাদক তাপস দত্ত বলেন গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে শাসক দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here