“কর্মচারীদের সততা ও স্বচ্ছতা মূল উদ্যেশ্য”

নিজেস্ব প্রতিনিধি(আগরতলা)  কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের উদ্যোগে সোমবার থেকে রাজধানীতে ত্রিপুরা পুলিশের মুখ্য কার্যালয়ে শুরু হলো “সচেতনতা সপ্তাহ”। “দুর্নীতি মুক্ত করুন,নতুন ভারত গড়ুন” এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে এই সচেতনতা সপ্তাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেদিন থেকে দায়িত্ব নিয়েছে সেদিন থেকে ভ্রষ্টাচার মুক্ত করার জন্য বিভিন্ন অভিযান করছেন। আমাদের মূল উদ্যেশ্য হলো কর্মচারীদের আরো একবার সততা ও স্বচ্ছতার প্রতি সংযুক্ত করা এবং আমাদের কাজে ভ্রষ্টাচার মুক্ত করা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন ত্রিপুরা পুলিশের ডিজিপি এ কে শুক্লা।

বিজ্ঞাপন

 ভ্রষ্টাচারের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “নতুন রিক্রুটমেন্ট পলিসি করা হয়েছে যেখানে গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষায় কোন ইন্টারভিউয়ের নম্বর থাকছেনা। টেন্ডারের উপর স্বচ্ছতার জন্য ই-টেন্ডার আনা হয়েছে“। আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচী।

ছবিঃ অর্পণ দে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here