ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচ জিতে,সিরিজ ২-১ এ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

শুভজিৎ মিত্রঃ চতুর্থ একদিনপর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২২৪ রানে হারাল টিম ইন্ডিয়া । একদিনের ক্রিকেটে ছয় মারার নিরিখে শচীনকে  টপকে গেলেন রোহিত শর্মা। এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৭৭ রান তোলে ভারত । দুটো ম্যাচ ব্যর্থ হলেও এদিন আবার স্বমহিমায় ফিরে আসেন রোহিত শর্মা । ১৩৭ বলে ১৬২ রান করেন হিটম্যান । ইনিংসে ছিল ২০ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারি । ধাওয়ানের সংগ্রহ ৩৮ । এদিন অবশ্য ব্যর্থ হন ভারত অধিনায়ক বিরাট কোহলী(১৬) । আজও দেখা গেলনা এক সময়কার বহু চর্চিত ধোনি ধামাকাও । তবে দ্বিতীয় ম্যাচের পর আজও মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটিং করেন আম্বাতী রায়ডু(১০০)।

বিশাল রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পরে যায় ক্যারিবিয়ানরা । এদিন ব্যর্থ হন গত দুটো ম্যাচের নায়ক ক্যারিবিয়ান উইকেটরক্ষক সাই হোপ । দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন জেসন হোল্ডার । ৭০ বল খেলে ৫৪ রান করে নট আউট থেকে যান ভারত অধিনায়ক । তিনটি করে উইকেট নেন খালিদ আহমেদ এবং কুলদীপ যাদব । ৩৬.২ ওভারে,মাত্র ১৫৩ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

error: Content is protected !!