এসেছিলেন পরিবার নিয়ে মায়ের কাছে পুজো দিতে! কিন্তু পুজো দেওয়ার আগেই…..

স্টাফ রিপোর্টার(উদয়পুর) দীপাবলির আনন্দে যখন মাতোয়ারা রাজ্যবাসী সেই সময় এলো এক মর্মান্তিক খবর । দীপাবলি মেলা উপলক্ষে মঙ্গলবারের মত বুধবারেও সকাল বেলা থেকেই মাতাবাড়িতে পুজো দিতে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা। কিন্তু সেই সমত ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। মাতাবাড়িতে পুজো দিতে এসে মৃত্যু হলো এক মহিলার।

foodzone
foodzone

মৃত মহিলার নাম বাসনা দাস(৩৫)। বাড়ি আগরতলার শালবাগানস্থিত আড়ালিয়ায়। ঘটনার বিবরণে জানা গেছে ওই মহিলা তার স্বামী ও মেয়েকে নিয়ে বুধবার সকালে উদয়পুর মাতাবাড়িতে পুজো দিতে এসেছিলেন। মায়ের পুজোর প্রসাদ কিনে বাসনা দেবী ও তার মেয়ে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন । আচমকাই শরীর খারাপ লাগায় বাসনা দেবী গাছের নীচে বসে পড়েন । কিছুক্ষন পর তাকে একটি দোকানের মধ্যে নিয়ে বসানো হয় । কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সঙ্গে সঙ্গে গাড়িতে করে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ওই মহিলাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই খবর পাঠানো হয় উদয়পুর থানায়। বাসনা দাসের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here