স্টাফ রিপোর্টার(উদয়পুর) দীপাবলির আনন্দে যখন মাতোয়ারা রাজ্যবাসী সেই সময় এলো এক মর্মান্তিক খবর । দীপাবলি মেলা উপলক্ষে মঙ্গলবারের মত বুধবারেও সকাল বেলা থেকেই মাতাবাড়িতে পুজো দিতে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা। কিন্তু সেই সমত ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। মাতাবাড়িতে পুজো দিতে এসে মৃত্যু হলো এক মহিলার।
