এয়ার ফোর্স ডে-তে আমরা গর্বিতভাবে আমাদের বায়ু যোদ্ধাদের সম্মান করিঃ রাষ্ট্রপতি

গাজিয়াবাদঃ ৮৬ তম বায়ুসেনা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনান্যরা । বায়ুসেনা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অংশগ্রহন করেন বায়ুসেনার বিমান ও যুদ্ধজাহাজ। পাশাপাশি আয়োজন করা হয়েছিলো গ্র্যান্ড প্যারেড

 জাগুয়ার, বাইসন, মিগ -২৯, মিরাজ -২০০০ এবং SU-৩০ MK I যোদ্ধা জেটস এবং রুদ্র হেলিকপ্টার সহ বিমান বাহিনীর বিভিন্ন বিমান তারা নিজেদের শক্তি  প্রদর্শন করেন।

ভারতীয় বিমানবাহিনী ১৯৩২ সালে ব্রিটিশ শাসনের সময় রয়েল ইন্ডিয়ান এয়ার ফোর্স নামে জন্মগ্রহণ করেন। পরে ১৯৫০ সালে নামটি নাম পরিবর্তন হয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স নামকরন করা হয়েছিলো।  প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুভেচ্ছা জানিয়ে টুইটে লেখেন, এয়ার ফোর্স ডে-তে, আমরা গর্বিতভাবে আমাদের বায়ু যোদ্ধাদের, ভেটেরান্স এবং ভারতীয় বিমানবাহিনীর পরিবারের সম্মান করি। তারা সাহস এবং অঙ্গীকার সঙ্গে আমাদের আকাশ রক্ষা। আমাদের সাহসী বায়ু যোদ্ধাদের স্থিতিশীলতা, দৃঢ়তা ও উদ্যোগ প্রতিটি ভারতীয়দের জন্য গর্বের উৎস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here